ইসরায়েলে ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলে ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এর মধ্যে কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র দেশটির কেন্দ্রে আঘাত করেছে।
ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরান সবশেষ যে হামলা চালিয়েছে তাতে যে ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার বেশিরভাগই তারা প্রতিহত করতে পেরেছেন।
তবে, কিছু ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়েছে বলে দাবি করেছেন তিনি।
এদিকে গত রাতে ইরানের আরও একজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ।
আইডিএফ বলছে, ইরানের সামরিক বাহিনীর ওই কমান্ডারের নাম আলী শাদমানি। শাদমানি দেশটির সামরিক সদরদপ্তরের দায়িত্ব নিয়েছিলেন।
এই দপ্তরই দেশটির এলিট ফোর্স রেভ্যলুউশনারি গার্ড ও নিয়মিত সেনাবাহিনীর যৌথ সামরিক কার্যক্রমের পরিকল্পনা করে থাকে। গত সপ্তাহে ইসরায়েলের হামলায় গোলামালি রাশিদ নিহত হবার পর শাদমানি এই দায়িত্ব নিয়েছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.