বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার মোগড়া-মনিয়ন্দ এলাকায় আখাউড়া-কসবা আঞ্চলিক সড়কের কাকিনা খালের উপর সেতুটি মাঝ বরাবর দেবে গেছে। ফলে সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৫ জুন) সকালের পর থেকে সেতুটির মাঝখানে আরও দেবে গেছে। দেবে যাওয়া অংশের দুইপাশে রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুর দুই পাশে সড়কের সংযোগেও ফাটল ধরেছে। যেকোনো মূহুর্তে বড় দুর্ঘটনার ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত সেতুটি পরিদর্শন করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। এই সেতুটি দেবে যাওয়ার ফলে আখাউড়া-কসবাসহ উপজেলার মোগড়া, মনিয়ন্দ ইউনিয়নের হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। এতে করে প্রায় ৫-৮ কিলোমিটার এলাকা ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
আখাউড়া উপজেলা প্রকৌশলী কার্যালয় (এলজিইডি) জানায়, কাকিনা খালের উপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৩০ মিটার। সম্প্রতি ভারতের উজান থেকে ধেয়ে আসা পাহাড়ের ঢলের পানির তোড়ে সেতুর পিলারগুলোর মাটি সরে যায়। সেই সঙ্গে ভারী যানবাহন চলাচল করায় সেতুটির মাঝের অংশে দেবে গেছে।
উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন বিটিসি নিউজকে বলেন, কাকিনা সেতুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে নতুন সেতুর জন্য কাগজপত্র পাঠাবো। আপাতত কি করবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম রাশেদুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের সংযোগ কাকিনা খালের উপর নির্মিত সেতু দেবে ঝুঁকিপূর্ণ হওয়ায় জনস্বার্থে যান চলাচল বন্ধ করা হয়েছে। মনিয়ন্দ এলাকায় যাতায়াতের জন্য বিকল্প সড়ক হিসেবে গোয়াল গাঙ্গাইল গ্রাম আর কসবা যাতায়াতের জন্য ধরখার সড়ক ব্যবহারের জন্য বলা হয়েছে। ঈদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.