শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার মোবারকপুর এলাকায় মালবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (৪ জুন) রাত ৮টার দিকে শেরপুর-লংগরপাড়া-শ্রীবরদী সড়কের মহিষের বন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—যোগনীমুড়া নামাপাড়ার সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেনের ছেলে গোলাম হোসেন ইমরান (২২), বিল্লাহ হোসেনের ছেলে আল আমিন (১৭), এবং পৌর শহরের সংপাড়া এলাকার ধীরেণ দে’র তৃতীয় লিঙ্গের সন্তান বিকাশ দে।
স্থানীয়রা জানান, শেরপুরগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অপরজনকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, “এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর শেরপুর প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাকিব। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.