হজ উপলক্ষে মক্কায় বিশ্বের সবচেয়ে বড় কুলিং সিস্টেম চালু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কায় পবিত্র হজ উপলক্ষে মসজিদুল হারাম (গ্র্যান্ড মসজিদ) এবং মদিনায় মসজিদে নববীতে বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা (কুলিং সিস্টেম) চালু করেছে কর্তৃপক্ষ।
সৌদি গেজেট প্রতিবেদন অনুযায়ী, এই ব্যবস্থায় মোট এক লাখ ৫৫ হাজার টন থার্মাল ইউনিট পরিমাণ বাতাস শীতল করা সম্ভব হবে। গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণ, করিডরসহ পুরো মসজিদই এই শীতলীকরণ ব্যবস্থার আওতায় থাকবে।
ব্যবস্থাটি নির্ভর করে মূলত দুটি স্টেশনের ওপর। একটি হচ্ছে এক লাখ ২০ হাজার টন শীতলীকরণ ক্ষমতাসম্পন্ন আল-শামিয়া স্টেশন।
অন্যটি হচ্ছে ৩৫ হাজার টন শীতলীকরণ ক্ষমতাসম্পন্ন আজিয়াদ স্টেশন। পুরো মসজিদ কমপ্লেক্সকে শীতল রেখে হাজিদের জন্য মাঝারি ও স্বস্তিদায়ক তাপমাত্রা নিশ্চিত করে এই দুই স্টেশন।
উন্নত পরিশোধন প্রযুক্তিগুলো ব্যবহার করে সর্বোত্তম বায়ুর মান নিশ্চিত করে শীতলীকরণ ব্যবস্থাটি।
এতে বাতাস ছড়িয়ে পড়ার আগেই তা ৯৫ শতাংশ জীবাণুমুক্ত হয়ে যায়। এটি হাজিদের পরিষ্কার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে, বিশেষ করে তীব্র গরমের সময়। কর্তৃপক্ষ সব সময়ই এই শীতলীকরণ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.