বান্দরবান-সুয়ালক-লামা সড়কে যান চলাচল বন্ধ: দুর্ভোগে স্থানীয়রা

বান্দরবান প্রতিনিধি: নিম্নচাপের প্রভাবে বান্দরবানে টানা বর্ষণে বিভিন্ন স্থানে সড়কে মাটি ধসে পড়েছে। এতে বান্দরবান-সুয়ালক-লামা বাইপাস সড়ক দিয়েও যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা বিটিসি নিউজকে বলছেন, দুই বছর আগে কোটি টাকা ব্যয়ে সড়কটি কার্পেটিং করা হয়। এরপর থেকে আর কোনো সংস্কার হয়নি। ফলে প্রতি বর্ষায় পাহাড়ি ঢলে ভেঙে যাচ্ছে সড়কের বিভিন্ন অংশ। বর্তমানে সড়কটি যেন একটি মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ছোট-বড় যানবাহন চলাচল করছে। তবে এবার পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
টংকাবতী ইউনিয়নের পুনর্বাসন ত্রিপুরা পাড়ার বাসিন্দা হেবল ত্রিপুরা বিটিসি নিউজকে বলেন, দুই বছর আগে কোটি টাকা ব্যয়ে সড়কটি পাকা করা হলেও বেহাল দশা কাটেনি। সংশ্লিষ্টদের জানিয়েও কোনো সমাধান মেলেনি। 
একই কথা বিটিসি নিউজকে জানান স্থানীয় বাসিন্দা তঙ্গয়ে ম্রো ও ট্রাক চালক জসিম।
তারা বলেন, বৃষ্টি হলেই সড়কের মাটি ধসে পড়ে। গত বৃহস্পতিবার রাত থেকে অতি বৃষ্টির কারণে সড়কের দুপাশ ধসে পড়ায় শুক্রবার থেকে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বিটিসি নিউজকে বলেন, গত বছর থেকেই সড়কটি ধসে পড়ার ঘটনা ঘটছে। এলজিইডিকে জানালেও কোনো কাজ হয়নি। এবার বর্ষার শুরুতেই যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী পারভেজ সরোয়ার হোসেন বিটিসি নিউজকে বলেন, সুয়ালক-লামা সড়কের টংকাবতী ইউনিয়নের হেডম্যান পাড়ার সড়কের তিনটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে পরিদর্শন করে বাজেট প্রনয়ন করার জন্য বলা হয়েছে। দুয়েক-দিনের মধ্যে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ হিসেবে প্রধান কার্যালয়ে বরাদ্দ চেয়ে দ্রুত বাজেট পাওয়ার আবেদন করা হবে। বড় ধরনের বরাদ্দ পেলে সড়কের দুই ধারে রিটার্নিং ওয়াল নির্মাণ করা হলে স্থায়ীভাবে ভাঙন রোধ করা যাবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বান্দরবান প্রতিনিধি মো: আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.