নিজস্ব প্রতিবেদক: খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি হতে পারে একটি সমাজ গঠনের হাতিয়ার—এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে রাজশাহীর শিরোইল কলোনি ফুটবল টিমকে জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার অসামান্য অর্জনের জন্য এক ব্যতিক্রমধর্মী সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শুক্রবার বিকেলে। নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে রংধনু স্পোর্টিং ক্লাব ও শুভ সকাল ফুটবল একাডেমি।
অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন, উদ্যমী সংগঠক আব্দুল কাদের উৎসব, যার একক উদ্যোগ ও প্রচেষ্টায় পুরো আয়োজনটি পরিণত হয় এক স্মরণীয় বিকেলে।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার বলেন, সন্তানদের হাতে মোবাইল নই খেলাধুলা করতে পাঠান। “খেলাধুলা কিশোর-তরুণদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের বিকাশ ঘটায়। আজকের এই ছোট ছোট খেলোয়াড়রাই আগামী দিনে জাতীয় পর্যায়ে আমাদের মুখ উজ্জ্বল করবে।”
বিশেষ অতিথিদের মধ্যে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, “মাদক ও অপরাধ থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলা সবচেয়ে কার্যকর মাধ্যম। এই টিম আমাদের জন্য গর্বের প্রতীক।”
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি বলেন, “এমন আয়োজন আমাদের সমাজে নতুন প্রেরণা যোগাবে। বিশেষ করে তরুণদের মাঝে নেতৃত্বের যে চেতনা আব্দুল কাদের উৎসব দেখিয়েছেন, তা অনুকরণীয়।”
এছাড়া উপস্থিত ছিলেন, সুশাসনের নাগরিক রাজশাহী জেলা শাখার সভাপতি শফিউদ্দিন আহমেদ, রাজশাহী মহানগর যুবদল সদস্য সচিব ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, শিরোইল কলোনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিক ও জাতীয় বক্সিং টিমের খেলোয়াড় ও প্রশিক্ষক মোহাম্মদ নাদিম হোসেন।
অনুষ্ঠানে ২৭ জন খেলোয়াড়কে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি টিমের কোচ ভোলা ও বিশেষ অবদানের জন্য মোহাম্মদ আলীকেও সম্মাননায় ভূষিত করা হয়।
সবচেয়ে আলোড়ন জাগানো ঘোষণা আসে আয়োজক আব্দুল কাদের উৎসবের কাছ থেকে। খুদে খেলোয়াড় আরাফাত রহমান আলিফের প্রতি তাঁর ভালোবাসা ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে তিনি ঘোষণা দেন, “এই প্রতিভাবান খেলোয়াড়ের প্রাথমিক থেকে এসএসসি পর্যন্ত পুরো শিক্ষাজীবনের দায়িত্ব আমি নিচ্ছি।” এই ঘোষণা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায় এবং করতালিতে মুখরিত হয় অনুষ্ঠানস্থল।
বক্তারা বলেন, “আবদুল কাদের উৎসবের মতো তরুণ উদ্যোক্তারাই সমাজের পরিবর্তনের কারিগর। শুধু ফুটবল নয়, এমন আয়োজন গড়ে তোলে নেতৃত্ব, বিশ্বাস আর সাম্যের ভিত্তি।”
সম্মাননা প্রদান অনুষ্ঠানটি প্রমাণ করে, খেলাধুলা কেবল মাঠে সীমাবদ্ধ নয়, এটি সমাজ ও ভবিষ্যৎ গঠনের অন্যতম পথ। শিরোইল কলোনির এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে—এই প্রত্যাশায় সমাপ্ত হয় এক অনন্য বিকেল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.