ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি এই আলোকে জামালপুরের ইসলামপুরে ভূমি মেলা উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ভূমি অফিস আয়োজনে রবিবার বিকালে সহকারী কমিশনার ভূমি অফিস প্রাঙ্গনে এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
সহকারী কমিশনার(ভূমি) রেজোয়ার ইফতেকারের সভাপতিত্বে এতে অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, শিক্ষার্থী তাবাসসুম রৌজসি প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা- ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা, নামজারি ব্যবস্থাসহ ভূমি সেবায় কেউ যাতে হয়রানী না হয় সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.