গেট ম্যানের অবহেলায় ঝুঁকি নিয়ে চলছে ট্রেন প্রাণনাশের আশংকা

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার আজিম নগর রেলওয়ে স্টেশনের অদূরে গোপালপুর রেলগেটে গেটম্যানের দায়িত্বে অবহেলা কারণে পথচারি ও যাবহনের যাত্রীরা নিরাপত্তার হুমকির মুখে পড়েছে।
ব্যস্ততম এই রেলগেটে দীর্ঘদিন ধরেই চরম অব্যবস্থা বিরাজ করছে, যার ফলে বড় ধরনের দুর্ঘটনার ও প্রাণ নাশের আশংকা দেখা দিয়েছে।
বুধবার (২১ মে) রাত ১১টার দিকে টানা বৃষ্টির মধ্যে ও পরপর দুটি ট্রেন গেট অতিক্রম করে। কিন্তু তখন গেটটি খোলাছিল,সংরক্ষণের জন্য বার নামানো হয়নি।
বিষয়টি ওই দিন রাতে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে।মতামত,পথচারি বাকি বিল্লাহ বাকি বলেন, মাঝে মধ্যেই দিনের বেলা দেখা যায় ট্রেন চলাচলের সময় রেলগেটের বার নামানো হয় না।
এদিকে দায়িত্বপ্রাপ্ত গেটম্যান জাহিদ বলেন, বৃষ্টি হচ্ছিল, গেট নামাবো কিভাবে, নিউজসহ যা ইচ্ছা করতে পারেন। এতে আমার কিছু যাই আসেনা।
এ বিষয়ে পাকশী রেলওয়ে সহকারী পরিবহণ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, প্রমাণ মিললে দায়িত্বপ্রাপ্ত গেটম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.