খুলনায় নদী থেকে ১৩ বছরের অজ্ঞাত কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো: খুলনার মীরেরডাঙ্গা খেয়াঘাট এলাকা থেকে ১৩ বছরের এক অজ্ঞাত কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান,“স্থানীয়রা নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখে পাড়ে তুলে আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ছেলেটির বয়স আনুমানিক ১৩ বছর। তার শরীরের উপরের অংশে কোনো পোশাক ছিল না, নিচে ছিল একটি নীল রঙের জিন্স প্যান্ট।
ওসি আরও জানান, মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। “নৌ-পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা আইনানুগ প্রক্রিয়া ও তদন্তের অংশ হিসেবে পরবর্তী ব্যবস্থা নেবে।”
পুলিশ জানায়, সম্প্রতি আশপাশের এলাকা থেকে কোনো কিশোর নিখোঁজ হয়েছিল কিনা সে বিষয়ে বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) যাচাই করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.