লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের এক সদস্য গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে প্রসীতখীসা সমর্থিত ইউপিডিএফের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
শনিবার (১০ মে) দিবাগত রাত ২টার দিকে জেলার লক্ষ্মীছড়ি জোনের দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম জীবন চাকমা (২৮)।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. খালেদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টদের বরাতে পুলিশ জানায়, লক্ষ্মীছড়ি জোনের দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকার একটি বাড়িতে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থানের খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ইউপিডিএফ (মূল) এর সক্রিয় সদস্য জীবন চাকমাকে অস্ত্রসহ আটক করা হয়। পরে তাকে লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১ জোড়া ইউনিফর্ম, ২টি মোবাইল ফোন, ১টি নোট বুক এবং ১টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়।
লক্ষ্মীছড়ি থানার ওসি মো: খালেদ হোসেন বলেন, গ্রেপ্তার জীবন চাকমার বিরুদ্ধে লক্ষ্মীছড়ির বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খাগড়াছড়ি প্রতিনিধি এ কে এম মোসাদেক হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.