BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশের চেকপোস্টে হেরোইনসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশের চেকপোস্টে হেরোইনসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গী থানার মোড়ে চেকপোস্টে ৩শ গ্রাম হেরোইনসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো: শাকিল (২৪) ও মো: মিলন হোসেন (২৩)। শাকিল রাজশাহী’র গোদাগাড়ী উপজেলার আচুয়া গ্রামের মো: মুখলেসুর রহমানের ছেলে এবং মিলন একই গ্রামের মো: মুক্তারের ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, গতকাল (১১ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সোয়া ৭টার দিকে অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মেহেদী হাসান ও তার টিম কাশিয়াডাঙ্গা মোড়ের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহজনকভাবে চাপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী’র দিকে আসা মোটরসাইকেলযোগে দুই ব্যক্তিকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। তখন পুলিশ দ্রুত ধাওয়া করে তাদের আটক করে। আটককৃতদের দেহ তল্লাশি করে ৩শ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও একটি কালো রঙের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় রাজশাহী মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ ও বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বার্সেলোনায় ফেরা নিয়ে ‘সবসময় কথা বলেন’ মেসি ও তার স্ত্রী-সন্তানরা বিএনপি নেতা প্রভাষক রাসেল আল ইসলাম: আন্দোলনের নামে বিশৃংখলা নৈরাজ্য সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান নীতিমালায় সংশোধন আনা হবে দেশে ‘উদ্দেশ্যমূলকভাবে’ সংকট তৈরি করা হয়েছে : মির্জা ফখরুল লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মিত হলে যেসব সুবিধা পাবে বাংলাদেশ বাণিজ্য উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক শতবর্ষী প্যাডেল স্টিমার চালুর সিদ্ধান্তে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা শেখ হাসিনা মায়ের কোলে থাকা শিশুকেও হত্যা করতে ছাড়েনি : মিলন রাজশাহীতে পলাতক আসামি রাজিব ট্যাপেন্টাডলন-ট্যাবলেট-সহ গ্রেফতার আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির মোটর সাইকেল শোভাযাত্রা