বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিলদার (অব.) সেলিম ভূঁইয়াকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে কসবা থানার উপপরিদর্শক (এসআই) কাশেমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে চলমান ডেভিল হান্ট মামলার পরোয়ানা ছিল।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ইউপি সদস্য সেলিম ভূঁইয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

















