ইসলামপুরে ঈদ মেলার নামে জুয়া অশ্লীল নৃত্য: যৌথ বাহিনীর অভিযানে নারী সহ আটক-৩৮

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর যৌথ বাহিনীর অভিযানে ঈদমেলা থেকে নারী সহ ৩৮ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হারঘিলা বাঁধ এলাকায় ঈদমেলা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ঈদের দিন থেকে হারঘিলা বাঁধে ঈদ মেলার নামে জোয়া অশ্লীলনৃত্য ও মাদকের আড্ডা চলছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে ৩ জন নারী সহ মোট ৩৮ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নোয়ারপাড়া হারঘিলা বেড়িবাঁধ এলাকায় ঈদের দিন থেকে ঈদ মেলার নামে জোয়া মাদক সেবন, অশ্লীল নৃত্য পরিচালনা করে আসছে একটি মহল। জোয়া খেলায় অংশ নিয়ে অনেকেই অর্থ হারিয়ে,  অর্থ যোগাড় করতে এলাকায় চুরি সহ বিভিন্ন নাশকতায় জড়িয়ে পরছিলো। অভিযান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বিটিসি নিউজকে জানান, আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের কোর্টের মাধ্যমেে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.