খুলনা ব্যুরো:আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে খুলনার সার্কিট হাউজ মাঠে প্রধান ঈদ জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। রবিবার (৩০ মার্চ) সকালে মাঠের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার।
পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি জানান, নগরবাসী যেন স্বচ্ছন্দে ও নিরাপত্তার সাথে ঈদের প্রধান জামাতে অংশ নিতে পারে, সে লক্ষ্যেই সার্কিট হাউজ মাঠে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে ১২টি মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। এসব আয়োজন বাস্তবায়নে কেসিসি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করছেন।
পরিদর্শন শেষে সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন ও ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ। তিনি জানান, ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে কেএমপির পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে।
পরিদর্শনকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, কেসিসির প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিউজ্জামান খান, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, জেলা প্রশাসন, কেএমপি ও কেসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এবার খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধান ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এছাড়া সকাল ৮টা ৩০ মিনিটে খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯টা ও ১০টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.