খুলনা ব্যুরো:খুলনায় পঞ্চবীথি ক্রীড়া চক্রের কার্যালয় দখল ও উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে। এ ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ পাঁচ নেতার নামে দুটি মামলা করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার ও জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ বাদী হয়ে খুলনা সদর থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন।
প্রথম মামলায় আসামি করা হয়েছে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর , মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস কে রাশেদ, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. জনি ও তাইজুল ইসলাম।
দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে এস কে রাশেদ, মো. জনি, গণঅধিকার পরিষদের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল ও স্থানীয় ব্যক্তি হিরোন।
এদিকে, এর আগে গত ২১ মার্চ গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতার নামে মামলা করা হয়। সেই মামলায় আসামি করা হয়েছিল খুলনা জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন ও মহররম মাহীম, যুগ্ম মুখ্য সংগঠক শেখ রাফসান জানি এবং কেন্দ্রীয় সদস্য রুমি রহমান।
স্থানীয়রা জানান, নগরীর শান্তিধাম মোড়ে গণপূর্ত অধিদপ্তরের সরকারি ভবনে পঞ্চবীথি ক্রীড়া চক্র নামে একটি ক্লাব ছিল। গত ২৭ জানুয়ারি গণঅধিকার পরিষদ ভবনটি দখল করে দলীয় কার্যালয় স্থাপন করে।
এ ঘটনার নেতৃত্বে ছিলেন গণঅধিকার পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম (এস কে রাশেদ)। পরে গণমাধ্যমে বিষয়টি আলোচনায় এলে রাশেদকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু বহিষ্কারের পরও তিনি ওই ভবন থেকেই দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন এবং ভবনে কয়েকটি অঙ্গ সংগঠনের সাইনবোর্ড ঝুলিয়ে দেন।
গত ১৮ মার্চ সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির খুলনা শাখার নেতাকর্মীরা ভবনটি দখলমুক্ত করার ঘোষণা দেন। রাত ৯টার দিকে তারা ভবন উদ্ধারে গেলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে এবং বেশ কয়েকজন আহত হন।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়ের করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই পৃথক মামলা করেছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
খুলনায় পঞ্চবীথি ক্রীড়া চক্রের ভবন দখল ও উচ্ছেদকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। এ ঘটনায় পরবর্তী সময়ে আরও সংঘর্ষ বা রাজনৈতিক টানাপোড়েনের আশঙ্কা রয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.