রমজানে গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাসে অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ আটকে দিলো ইসরায়েল। রবিবার যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর তারা ত্রাণ আটকে দেয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর থেকে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর তা বাড়াতে চায়নি হামাস। সেজন্যিই ত্রাণ বন্ধ করে দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর জানায়, গাজা উপত্যকায় সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ করা হলো। হামাস যদি প্রস্তাব প্রত্যাখ্যানে অটল থাকে তবে আরও চরম পরিণতি বরণ করতে হবে।
ইসরায়েলি চ্যানেল ফোরটিনের এক প্রতিবেদনে বলা হয়, গাজায় মানবিক ত্রাণ বন্ধের সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে নিয়েছে ইসরায়েল।
গত ১৯ জানুয়ারি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে তিন ধাপের যুদ্ধবিরতি শুরু হয়। প্রথম ধাপের মেয়াদ ছিল ৪২ দিন। যা গতকাল শেষ হয়ে গেছে। প্রথম ধাপটি শেষ হওয়ার আগেই দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার কথা ছিল। সবশেষ খবর অনুযায়ী, ইসরায়েল এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। রমজান মাসজুড়ে এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.