রাজশাহীতে সিরাজগঞ্জের জয়

নিজস্ব প্রতিবেদক: এদিকে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে সফররত সিরাজগঞ্জ ০১ উইকেটে চাঁপাইনবাবগঞ্জ কে হারায়।
টস জয়ী চাঁপাইনবাবগঞ্জ ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৪৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ মুনতাকিম ৪২ রান করে ও মোহায়মেনুল ৩৫ রান করে।
বিপক্ষ দলের পক্ষে জাহিদ ১৯ রানে ৩টি, আরিফ হাসনাত ২৪, এসএনএম সাগর ৩১ ও আল জায়েদী ১৭ রানে ২টি করে উইকেট নেন। ১৪৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে সিরাজগঞ্জ ৩৮.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে টার্গেট পুর্ণ করে (১৪৭ রানে)। দলের পক্ষে সর্বোচ্চ মোঃ আরিফ ৬২ ও বৃত্ত ২১ রান করে।
বিপক্ষ দলের পক্ষে হাফিজুর ৩৩ রানে ৩টি, তানভির ১৮ ও আমিন ২২ রানে ২টি করে উইকেট নেন।
শনিবার (১৫ ফেব্রæয়ারী) টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেক্টর শহীদ শাহনেওয়াজ শানু, এটিএম বাংলার ব্যুরো প্রধান মোঃ সুজা উদ্দিন ছোটন, বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক নির্বাহী সদস্য মোঃ তোফিকুর রহমান রতন, স্কুল ক্রিকেট সমিতির সাবেক সদস্য সচিব মোঃ ফারুক উদ্দিন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রিকেট দলের ম্যানেজার মোঃ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.