খুলনা ব্যুরো: খুলনা মহানগরীতে পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আড়ংঘাটা গাইকুড় ঝাউতলার মোঃ রানা চৌধুরী (৩৯),বাগমারা এলাকার রফিকুল ইসলাম পলাশ (৪০), হাজী মহাসিন রোডের বেল্লাল হোসেন (৬০),মিয়াপাড়া এলাকার হাবিবুর রহমান মিনা (৭৫),মিয়াপাড়ার লতিফুন্নেছা (৬৫),রুপসাঘাট এলাকার মোঃ রেজাউল করিম,বানিয়াখামার এলাকার মোঃ রফিক (৩৮),লবণচরা সাচিবুনিয়া সরদার বাড়ি এলাকার নারায়ণ চন্দ্র সরকার (৬০), বয়রা বাজার এলাকার শেখ আরিফউল্লাহ (৬০), শেখপাড়া লোহাপট্টি এলাকার মোঃ এস. এম. পান্না সরদার (৩৭),দৌলতপুর আঞ্জুমান রোডের মোঃ সোহাগ ফরাজী (৩২),আঞ্জুমান রোডের মোঃ শুকুর আলী (২৬),মোহাম্মদনগর তকিম সড়কের মারুফ আহম্মেদ সুজন (২২), আড়ংঘাটা গাইকুড়ের মেঃ সোহাগ শেখ (৪২),শিরোমণি পশ্চিম পাড়ার শেখ সামছুর রহমান (৫০),খালিশপুর নিউজপ্রিন্ট গেটের মোস্তফা শিকদার মোস্ত বাউল (৫৩),খালিশপুর পিপলস কলোনীর মরিয়ম বেগম (৫২) ও আলতাপগোল লেনের সোহাগ দেওয়ান (৪১)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) আহসান হাবিব জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত কুখ্যাত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
Comments are closed, but trackbacks and pingbacks are open.