দামুড়হুদা উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক ফোরামের কমিটি গঠন

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার মাধ্যমিক সহকারী শিক্ষক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে ফ্যান্টাসি চুয়াডাঙ্গা পার্কে জাঁকজমকপূর্ণভাবে ২৭ সদস্যে বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সর্বসম্মতিক্রমে হযরত আলী সভাপতি ও জাহিদ হাসান কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।”ঐক্য প্রচেষ্টায় সফলতা”এ স্লোগান কে সামনে রেখে।
দামুড়হুদা উপজেলায় ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মতিক্রমে প্রায় ৪০টি স্কুলের শিক্ষকদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
উক্ত এ কমিটিতে  সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, কোষাধক্ষ্য আয়তুল্লাহ খোমিনী, প্রচার সম্পাদক আখতারুজ্জামান কে ঘোষণা করা হয়।
কমিটির সদস্যরা হলেন, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম,আহসান হাবীব, জিয়াউর রহমান, মোকলেসুর রহমান, সাজিদ রেজা, রকিবুল ইসলাম, সাজ্জাদ আলী, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুল হাই, আতিকুল ইসলাম, ফারজানা খাতুন, সুলতানা পারভীন, শরিফুল হক, আব্দুর রহমান, শামীম রেজা, সোহেল রানা সহ প্রমূখ।
উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক ফোরামের কমিটি গঠন অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোষাধক্ষ্য আয়াতুল্লাহ খোমিনী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.