টাঙ্গাইল প্রতিনিধি: নানাবিধ অনিয়ম এবং অব্যবস্থাপনার অভিযোগে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল পরিদর্শন করেছেন বিএনপি নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরের দিকে তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল পরিদর্শন করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, টাংগাইল মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে রোগী এবং তাদের স্বজনরা ঠিকমত সেবা পাচ্ছে না। সেবা না পাওয়ার অভিযোগে হাসপাতালে এসেছি।
সুলতান সালাউদ্দিন টুকু এ সময় আরো বলেন- সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ দেশকে গড়ে তুলতে হবে। কারণ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদের আগামী দিনের পথ চলতে হবে। আর সেই আলোকে টাঙ্গাইলে সাত দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এটি শুধু একটি কর্মসূচি নয়। এটা নাগরিক দায়িত্ব ও নাগরিকদের জাগ্রত করার আহ্বান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির টাঙ্গাইল জেলা সাবেক সদস্য সচিব ও পরিচ্ছন্ন টাঙ্গাইল কমিটির আহবায়ক মাহমুদুল হক শানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

















