রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে শিশুদের শিক্ষার পাশাপাশি শারীরিক,মানসিক ও নান্দনিক বিকাশ সাধনের মানসে ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়ামে সারা দেশের ন্যায় রাজশাহীতে ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
এই টুর্নামেন্টে বালক বিভাগে ১০টি ও বালিকা বিভাগে ১০টি দল অংশ গ্রহন করছে।
শনিবার (১৮ জানুয়ারী) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বালক বালিকাদের ৮টি খেলা অনুষ্টিত হয়। বালক বিভাগে চারঘাট উপজেলা ৩-১ গোলে পুঠিয়া উপজেলাকে, বোয়ালিয়া ৮-০ গোলে পবাকে, তানোর ১-০ গোলে মোহানপুরকে ও বাগমারা ৯-০ গোলে দুর্গাপুর উপজেলা হারিয়ে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
এদিকে বালিকা বিভাগে চারঘাট ১-০ গোলে পুঠিয়া, পবা ১-০ গোলে বোয়ালিয়া, মোহনপুর ১-০ গোলে তানোর ও বাগমারা ট্রাইব্রেকারে সমতা দেখা দিলে অতিরিক্ত সময়ে ১-০ গোলে দুর্গাপুর উপজেলাকে হারিয়ে পরতর্বী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
বেলুন ফেষ্টুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আনোয়ার হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা খাতুন,প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ সানাইল্লাহ, জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতদম কুমার সরকারসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.