BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তানোর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক আফিয়া আক্তার

তানোর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক আফিয়া আক্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর বালিকা উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন শ্রেণিকক্ষে প্রবেশ করে ছাত্রীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান এবং অন্যান্য সহকারী শিক্ষকদের সঙ্গে শিক্ষার পরিবেশ ও ছাত্রীদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করলেও, তিনি বিদ্যালয়ের খেলার মাঠটি সংস্কারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভ‚মি) শিব সংকর বসাক এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
এছাড়াও তানোর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও তানোর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মন্ডল, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও তানোর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক আফিয়া আক্তার বিদ্যালয় প্রাঙ্গণে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন। তার এই পরিদর্শন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে শাহমখদুম থানা বিএনপির শুভেচ্ছা মিছিল বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা, এজেন্টদের সরানোর দাবি গভর্নরের ডেলসির ভিডিও ফাঁস: ‘১৫ মিনিটের মধ্যে আত্মসমর্পণ করো, নয়তো মৃত্যু’ ‘ওয়াশিংটন থেকে যথেষ্ট আদেশ এসেছে’, ক্ষোভ ঝাড়লেন রদ্রিগেজ যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা চালালে জবাব হবে ‘যন্ত্রণাদায়ক’ : হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আঁকা দেয়ালচিত্র উন্মোচন ইরানে মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হওয়ায় নতুন হামলার হুমকি হুতিদের প্রজাতন্ত্র দিবসের বার্তায় ভারত- চীনকে ‘বন্ধু, অংশীদার’ বললেন চীনা প্রেসিডেন্ট সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে ফিলিপিন্সে ফেরি ডুবি