বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:ট্রাম্পের জয়ের পর ২০২৫ সালে কার্যকর করতে যাওয়া ব্যাপক সংস্কারের অংশ হিসাবে ‘ডিপ স্টেট’ ভেঙে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। সেই সঙ্গে ট্যাক্স কাট, সীমান্ত সুরক্ষা ও নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচারস শোতে এক সাক্ষাৎকারে জনসন জোর দিয়ে বলেন, রিপাবলিকানরা নতুন কংগ্রেসে তাদের এজেন্ডা নিয়ে দ্রুত কাজ করতে প্রস্তুত।
প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসন এবারও পদটিতে পুনর্নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩ জানুয়ারি) কংগ্রেসের ভোটাভুটিতে নানা নাটকীয়তার পর জয়ী হন জনসন। তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন।
সাক্ষাৎকারে জনসন বলেন, আমরা নির্বাচনী প্রচারণায় অনেক প্রতিশ্রুতি দিয়েছি। আমরা ডিপ স্টেটটি ভেঙে ফেলতে যাচ্ছি।
তাদের এজেন্ডায় সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে কঠোর অভিবাসন নীতিও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান জনসন। তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজ শেষ করা এবং আইন প্রয়োগের ব্যবস্থা বাড়ানোর পক্ষে মত দেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ‘ডিপ স্টেট’ শব্দটি দিয়ে মূলত ফেডারেল কর্মচারী এবং আমলাতন্ত্রের ক্ষমতার একটি কেন্দ্রকে বোঝায়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.