ভবানীগঞ্জ ফুটবল একাডেমীর বর্ষপূর্তিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি: বাগমারার ভবানীগঞ্জ ফুটবল একাডেমীর বর্ষপূর্তি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার একাডেমীর সভাপতি আসাদুজ্জামান জুয়েল এর নেতৃত্বে একটি র‌্যালি উপজেলা সদর ভবানীগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।

র‌্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ ফুটবল একাডেমীর সিনিয়র সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক জামিল হোসেন, যুগ্ম সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রনি, ক্রীড়া সম্পাদক সবুজ, অর্থ সম্পাদক মোমিনুল হক জিম, সদস্য নাঈম হোসেন, উপদেষ্টা মনডলীর সদস্য নাজমুল হোসেন, মশিউর রহমান, তুহিন ও একাডেমীর সদস্য রিহান, কামরুল, সোহান, ইমরান, উমর আলী, ইউসুফ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
র‌্যালি শেষে সংলগ্ন অফিসে একাডেমীর ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে রাতে একাডেমীর পক্ষে নৈশভোজের আয়েজন করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.