ক্লিনশিটে শীর্ষে আর্সেনাল, শীর্ষে সর্বনিম্ন গোল হজমেও

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইপ্সউইচের বিপক্ষে আর্সেনালের জয়ে ব্যবধান ১-০। এই স্কোর লাইনের মাধ্যমে বোঝার উপায় নেই গানাররা কতটা ত্রাস ছড়িয়েছে। কাই হ্যাভার্টজের একমাত্র গোলের ম্যাচে প্রতিপক্ষকে অনটার্গেটে কোনো শটই নিতে দেয়নি এরিমরেটস স্টেডিয়ামের ক্লাবটি।
গোল একটি করলেও জাল অক্ষত রেখে দুটি রেকর্ড গড়েছে আর্সেনাল। এবারের প্রিমিয়ার লিগে তাদের চেয়ে বেশি ক্লিনশিট নেই আর কারো। ইপ্সউইচ ম্যাচটি তাদের সপ্তম ক্লিনশিটের। ১৮ ম্যাচে তারা হজম করেছে ১৬ গোল। লিগে বাকি দলগুলোর প্রত্যেকটিই তাদের চেয়ে বেশি গোল হজম করেছে। আর্সেনালের পরেই আছে টেবিলটপার লিভারপুল। ১৭ ম্যাচে তারা হজম করেছে ১৭ গোল।
ইপ্সউইচ ম্যাচ দিয়ে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে টেবিলের দুই নম্বরে উঠে গেছে আর্সেনাল। ১৮ ম্যাচে ১০ জয়, ৬ ড্র ও ২ হারে তাদের পয়েন্ট ৩৬। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৪২ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। ১৮ ম্যাচ খেলে তিনে থাকা চেলসির পয়েন্ট ৩৫।
এমিরেটস স্টেডিয়ামে ২৩ মিনিটে গোলটি করে আর্সেনাল। ডি বক্সের ডান প্রান্ত থেকে উড়িয়ে মারা বল বাঁপ্রান্তে পান লেয়ান্দ্রো ত্রোসার্ড। গোলমুখে দাঁড়িয়ে থাকা হ্যাভার্টজকে পাস দেন তিনি, জার্মান তারকা ট্যাপইন করে জালের দেখা পান।
গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লিদের মিসের পর হ্যাভার্টজের গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। বারবার সুযোগ মিসের পরও হতাশ হতে নারাজ কোচ মিকেট আর্টেটা। ম্যাচশেষে তিনি বলেন, ‘জয়ের পরও হতাশ? না…। উন্নতি করা প্রয়োজন? হ্যাঁ…। আমরা সহজ কয়েকটি সুযোগ মিস করেছি। যদিও প্রথমার্ধে ভালো খেলেছি।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.