বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা বিএনপি’র উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে দিন ব্যাপি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বালানগর হাইস্কুল মাঠে সকাল থেকে দৌড়, দীর্ঘ লম্ফ, হাইজাম্প, মোরগযুদ্ধ, হাড়িভাঙ্গাসহ বিভিন্ন প্রতিযোগীতায় উৎসব মূখর পরিবেশে প্রতিযোগী ছেলে-মেয়ে, শিশু ও বৃদ্ধরা অংশ গ্রহণ করেন।
দিন শেষে সন্ধ্যায় আলোচনা সভা ও বিজীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন, বাসুপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা বিএনপির নেতা এনামুল হক, বালানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জয়েন উদ্দিন, সাংবাদিক আফাজ্জল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.