‘এমবাপে এখন রেয়াল মাদ্রিদে পুরোপুরি মানিয়ে নিয়েছে’

বিটিসি স্পোর্টস ডেস্ক: নতুন ঠিকানায় মানিয়ে নিতে কিলিয়ান এমবাপেকে সময় দেওয়ার কথা অনেকবারই বলেছিলেন কার্লো আনচেলত্তি। রেয়াল মাদ্রিদ কোচের মতে, সেই সময়কাল শেষ হয়েছে।
ফরাসি তারকা এখন তার সেরা অবস্থায় আছেন বলে মনে করছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে গত বুধবার মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে দলের প্রথম গোলটি করেন এমবাপে।
পিএসজিতে চুক্তির মেয়াদ শেষে গত গ্রীষ্মে রেয়ালে যোগ দেওয়ার পর স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে তার গোল এখন ১৩টি, আর ট্রফি দুটি। ইন্টারকন্টিনেন্টাল কাপের আগে গত অগাস্টে জেতেন উয়েফা সুপার কাপ।
চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে রোববার লা লিগায় সেভিয়ার মুখোমুখি হবে রেয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়।
আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি বললেন, ২৬ বছর বয়সী এমবাপেকে এখন আরও বেশি অনুপ্রাণিত মনে হচ্ছে তার।
“এমবাপের মানিয়ে নেওয়ার সময়কাল শেষ হয়েছে। সে এখন তার সেরা অবস্থায় আছে, তবে সে এখনও উন্নতি করতে পারে। সাম্প্রতিক ম্যাচগুলোতে সে ভালো খেলেছে। চোট থেকে সেরে উঠেছে সে এবং তাকে আরও অনুপ্রাণিত, রোমাঞ্চিত দেখাচ্ছে। সবার মতো তারও সময়ের প্রয়োজন ছিল, সেই সময়কাল শেষ হয়ে গেছে।”
এমবাপের উন্নতির প্রমাণ মিলছে পরিসংখ্যানেও। দলের সবশেষ সাত ম্যাচে পাঁচটি গোল করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে পাওয়া হ্যামস্ট্রিং চোট থেকে দ্রুত সেরে উঠেছেন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড।
লা লিগায় ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রেয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে আছে এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা। শনিবার আতলেতিকোর মুখোমুখি হবে কাতালান দলটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.