বিটিসি স্পোর্টস ডেস্ক:গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের লড়াই চললো দারুণ। বার্সেলোনা শুরুতে এগিয়ে গেলেও ফেরার আশা জাগায় বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু সেটি ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত।
বদলি নামা ফেরান তরেসের জোড়া গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা।
বিরতির পর তাদের রাফিনিয়া এগিয়ে নেওয়ার পর ডর্টমুন্ডকে সমতায় ফেরান সেরহু গুরাসি। বদলি নেমে বার্সাকে ফের এগিয়ে নেন তরেস। গুরাসির গোলে ফের সমতায় ফেরে বরুশিয়া। কিন্তু শেষে পেরেকটি ঠুকে দিয়ে বার্সার জয় নিশ্চিত করেন তরেস।
সিগনাল ইদুনা পার্কে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের মহড়া চলতে দেখা যায়। কিন্তু গোল পেতে দুই দলকেই অপেক্ষা করতে হয়েছেল দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ৫২তম মিনিটে বার্সাকে লিড এনে দেন রাফিনিয়া। দানি ওলমোর থ্রু পাস থেকে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে ১৭ গোল করলেন তিনি।
ছয় মিনিট পর ডর্টমুন্ডকে পেনাল্টি থেকে সমতায় ফেরান গুরাসি। তাকেই নিজেদের বক্সে ফাউল করেন পাউ কুবার্সি। ৭৫তম মিনিট বদলি নামা তরেস ফের বার্সাকে এগিয়ে নেন। কুন্দের কাট-ব্যাক থেকে ফের্মিনের ভলি ঠেকিয়ে দেয় বরুশিয়া গোলরক্ষক। ফিরতি বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড।
তিন মিনিট পর আবারও সমতা ফেরান ডর্টমুন্ডের গুরাসি। বার্সেলোনার ভুলে আক্রমণে গিয়ে সতীর্থের পাস থেকে গোলটি করেন তিনি। ৮৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বার্সাকে এগিয়ে নেন তরেস। ইয়ামালের দারুণ পাস থেকে গোলটি করেন তিনি।
টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বার্সেলোনা। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১২ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ডের অবস্থান নয় নম্বরে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.