বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বন্যা মোকাবিলায় স্পেনের কর্তৃপক্ষের ব্যর্থতার জন্য অসন্তোষ জানিয়ে এর প্রতিবাদে ভ্যালেন্সিয়ায় প্রায় ১ লাখ লোক বিক্ষোভ মিছিল করেছে। সম্প্রতি পূর্বাঞ্চলীয় ওই অঞ্চলে বন্যায় ২৩০ জনের মৃত্যু ঘটে।
ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের পরবর্তী এক মাসে কয়েকটি ধারাবাহিক সমাবেশের পর বড় আকারের বিক্ষোভটি হলো। বিক্ষোভে একটি পোস্টারে লেখা ছিল, ‘এই রাজনীতিবিদরা মানুষ হত্যা করছে।’
কেন্দ্রীয় ও আঞ্চলিক উভয় সরকারই ২৯ অক্টোবরের বিপর্যয় মোকাবিলায় ব্যর্থতার জন্য জনগণের ব্যাপক ক্ষোভের মুখে পড়েছে। বন্যায় হাজার হাজার লোকের বাড়িঘর, দোকান ও গাড়ি ভাসিয়ে নিয়ে যায়।
ভ্যালেন্সিয়ার নেতা কার্লোস ম্যাজনকে স্লোগান দিতে দিতে বলেন, খুব দেরিতে পদক্ষেপের জন্য দোষী কর্তৃপক্ষকে পদত্যাগ বা শাস্তি পেতে হবে।
পাইপোর্টারের বাসিন্দা ৫৫ বছর বয়সী শিক্ষক রাকেল ফেরানডিস বলেন, কী ভুল হয়েছে? অযোগ্যতা। সে কারণেই আমরা এখানে আছি। দায়িত্বে অনেক অযোগ্য লোক রয়েছে, যাদের এখনো বেতন দেওয়া হচ্ছে।
এটি ক্রমবর্ধমান বন্যার পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ শহরগুলোর মধ্যে একটি। বিক্ষোভকালে বন্যায় মারা যাওয়া বন্ধুর মায়ের স্মরণে রাকেল একটি ব্যানার বহন করছিলেন।
বিক্ষোভকারীরা সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কেন্দ্রীয় সরকারেরও সমালোচনা করেছেন। বন্যা মোকাবিলায় আরও সিদ্ধান্তমূলক না হওয়ার জন্য অভিযুক্ত সরকারের তীব্র সমালোচনা করেন তারা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.