নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩০ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্দ্যোগে জেলা স্টেডিয়ামে (পুরাতন) দিনব্যাপী ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনুর্ধ্ব ১৫ বাছাই প্রতিযোগিতা সকালে সাড়ে ৯টায় অনুষ্টিত হয়।
এই প্রতিযোগিতায় ৫টি উপজেলার ১৩০ জন খেলোয়াড় অংশ গ্রহন করে।
এরমধ্যে ৩০জনকে চুড়ান্ত পর্বে অংশ গ্রহনের জন্য বাছাই করা হয়।
বাছাইকৃত ৩০জনকে পরবর্তীতে আবাসিক প্রদান করা হবে।
জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে বাছাই প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার।
এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য সায়েম, আগত শিক্ষক মন্ডলী,ক্রীড়া সংগঠক, উপজেলা ক্রীড়া কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিজি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.