হতাশায় মোড়ানো ম্যাচের পরও শেষ আটে ফ্রান্স

বিটিসি স্পোর্টস ডেস্ক: ম্যাচ জুড়ে আক্রমণের ঝড় তুলল ফ্রান্স। সুযোগও পেল অনেক। কিন্তু নিজেদের ফিনিশিংয়ে ব্যর্থতা আর ইসরায়েলের গোলরক্ষকের দৃঢ়তায় জালের দেখা পেল না তারা। তবে, এই ড্রয়ের পরও অন্য ম্যাচের ফল পক্ষে আসায় নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের টিকেট পেয়ে গেছে সাবেক চ্যাম্পিয়নরা।
আক্রমণভাগের দুই তারকা কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে দলে না থাকলেও, ঘরের মাঠের ম্যাচে আক্রমণে ঘাটতি ছিল না ফ্রান্সের। কিন্তু গোলের জন্য নেওয়া ২৪ শটের আটটি লক্ষ্যে রেখেও একটিও জালে পাঠাতে পারল না তারা।
প্যারিসে বৃহস্পতিবার রাতের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। যেখানে প্রথম দেখায় ইসরায়েলের মাঠে ৪-১ গোলে জিতেছিল ফ্রান্স।
শক্তিতে প্রতিপক্ষ দুর্বল হলেও, নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নেয় ফ্রান্স। ১৯তম মিনিটে প্রথম পরিষ্কার সুযোগ তৈরি করতে পারে তারা, তবে হন্দাল কোলো মুয়ানির হেড রুখে দেন ইসরায়েল গোলরক্ষক।
দুই মিনিটের মাথায় আরেকটি দারুণ সুযোগ পায় ফরাসিরা। এমবাপের অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামা এনগোলো কঁতের কোনাকুনি শটও ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।
ঘর সামলানোর ব্যস্ততার মাঝেই ৩৫তম মিনিটে চমকে দিতে পারত ইসরায়েল। সেট পিসে সতীর্থের হেড হয়ে ছয় গজ বক্সে বল পান তুর্গেমান, কিন্তু বলে পা ছোঁয়াতেই পারেননি এই ডিফেন্ডার।
বিরতির পরও ম্যাচ একইভাবে এগোতে থাকে। প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখলেও জালের দেখা পাচ্ছিল না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬৭তম মিনিটে বক্সের বাইরে থেকে এদুয়ার্দো কামাভিঙ্গার নেওয়া শট রুখে দেন গোলরক্ষক।
৭৬তম মিনিটে গোলরক্ষকের নৈপুণ্যে ফের বেঁচে যায় ইসরায়েল। পিএসজির মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমেরির শট ঝাঁপিয়ে আটকান দানিয়েল পেরেৎস।
ম্যাচের অন্তিম মুহূর্তে নায়ক হয়ে ওঠার সুযোগ পেয়েছিলেন মিনিট বিশেক আগে বদলি নামা ক্রিস্তোফা এনকুনকু। কিন্তু তার শট আরেকবার দুর্দান্ত সেভে রুখে দিয়ে নায়ক হয়ে ওঠেন পেরেৎস।
পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ২০২১ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স।
দিনের আরেক ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে চূড়ায় ইতালি। শেষ রাউন্ডে ইতালি ও ফ্রান্সের মুখোমুখি লড়াইয়ে নিশ্চিত হবে গ্রুপ সেরা।
বিদায় নিশ্চিত হয়ে গেছে বেলজিয়াম ও ইসরায়েলের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.