‘নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মেসির জার্সি পরবে দর্শক’

বিটিসি স্পোর্টস ডেস্ক: প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচে নামার আগে শুরু হয়ে গেছে কথার লড়াই। ম্যাচ ঘিরে লিওনেল মেসির ‘১০ নম্বর’ ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করে বসে আছে স্বাগতিক দেশটির ফুটবল ফেডারেশন।
সেই সিদ্ধান্তের পাল্টা জবাব দিলেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। বিশ্বজয়ী কোচের বিশ্বাস, কিংবদন্তি মেসির যে জনপ্রিয়তা, সেই ঢেউ এমন নিষেধাজ্ঞার বাধ ভেঙে প্যারাগুয়ের গ্যালারিতে আছড়ে পড়বেই।
লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট টেবিলে শীর্ষ ধরে রাখার লক্ষ্যে লিওনেল মেসিরা অতিথ্য নেবেন প্যারাগুয়ের। বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায় মাঠের লড়াইয়ে নামবে লিওনেল স্কালোনির দল। প্যারাগুয়ের আসুনসিওনের ডিফেন্সরস দেল চাকো স্টেডিয়ামে হবে ম্যাচ।
প্যারাগুয়ে ফুটবলের ব্যবস্থাপক ফের্নান্দো ভিলাসবোয়া আগেই স্থানীয় দর্শকদের সতর্ক করে দেন যে, আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচে আর্জেন্টিনা বা কোনো আর্জেন্টাইন ক্লাব কিংবা অন্যদেশের ফুটবলারের নাম সংযুক্ত ক্লাবের জার্সিতে কোনো দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন না।
সেই সিদ্ধান্তের পর ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ৪৬ বর্ষী স্কালোনি বলেছেন, ‘যৌক্তিকভাবে চিন্তা করলে, প্যারাগুয়ের সমর্থকরা তাদের ফুটবলারদের জন্য নিজেদের জাতীয় দল জার্সিই পরতে চাইবে। তবে লিও এসবের চেয়েও শক্তিশালী এবং গ্যালারিতে অবশ্যই আর্জেন্টিনার জার্সি থাকবে।’
‘এর মানে এই নয় যে তারা প্যারাগুয়েকে সমর্থন করেন না। তবে ফুটবলের লোকেরা যখন লিওকে স্বীকৃতি দেয়, এটা খেলাটির জন্যই ভালো। কেবল জার্সি গায়ে চাপালেই কেউ আর্জেন্টিনার সমর্থক হয়ে যায় না।’
এর আগে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপক ফের্নান্দো ভিলাসবোয়া বলেছিলেন, ‘ব্রাজিলের বিপক্ষে ১০ সেপ্টেম্বরের ম্যাচেও একই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আমরা বিশেষ কোনো ফুটবলারের কারণে এমন সিদ্ধান্ত নেইনি। সবার জন্যই আমাদের সম্মান আছে। এটা শুধু হোম সুবিধা নেয়ার জন্যই করা হয়েছে। যেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.