BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আরএমপি পুলিশের পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ প্রদান

আরএমপি পুলিশের পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ প্রদান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে এক অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এই র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে পুলিশ সার্জেন্ট থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ রাসেলুর রহমান ও সনেটকে র‌্যাংক ব্যাজ পরানো হয়।

এছাড়াও এসআই (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে মোঃ আব্দুল করিম তালুকদার এবং এসআই (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে মোঃ রফিকুল ইসলাম, মোঃ শওকত হোসেন এবং মোঃ আবুল কালাম আজাদকে পদোন্নতির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
এফ-১৬ যুদ্ধবিমান থেকে কম্বোডিয়ায় ৪০টি বোমা ফেললো থাইল্যান্ড ইয়েমেনে আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অবস্থানে সৌদির বিমান হামলা নিয়ম মেনে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন গুলিস্তানের ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড সান্তাহারের জমজমাট রাতের গামছার হাট: প্রতি হাটে কয়েক লক্ষ টাকার কেনাবেচা রাজশাহী পর্যটন বারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান সীমান্ত এলাকা থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার রূপগঞ্জের পূর্বাচলে পরিচ্ছন্ন কার্যক্রম নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি