নোয়াখালী জেলাপ্রতিনিধি: ২০২১ সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অস্ত্র হাতে গুলি করার একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়ার ভিডিওতে অস্ত্রধারী আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদকে (৪২) পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার ভোর চারটার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।
এ প্রসঙ্গে পুলিশ জানায়, আনোয়ার হোসেনের বিরুদ্ধে একটি হত্যা, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধের মোট ২২টি মামলা রয়েছে। তিনি বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এছাড়া তিনি পলাতক কাদের মির্জার ‘হেলমেট বাহিনীর’ অন্যতম সদস্য। তার বাড়ি মুসাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তবারক আলী ভূঞা বাড়ি এলাকায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিটিসি নিউজকে জানান, সোমবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কোম্পানীগঞ্জে কাদের মির্জার হেলমেট বাহিনীর অন্যতম সদস্য আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদ। তিনি প্রকাশ্যে কোমরে পিস্তল নিয়ে চলাফেরা করতেন। কাদের মির্জার প্রশ্রয়ে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.