কসবায় ঝরে পড়া শিক্ষার্থীদের উন্নয়নে মতবিনিময় ও শিক্ষা সামগ্রী বিতরণ

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঝরে পড়া শিক্ষার্থীদের পড়াশুনায় এগিয়ে নিতে মতবিনিময় ও শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে কসবা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে গঙ্গা ফাউন্ডেশনের সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ ড্রপ আউট স্টুডেন্টস অর্গানাইজেশন।
বাংলাদেশ ড্রপ আউট স্টুডেন্টস অর্গানাইজেশনের প্রধান সম্বয়ক কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন গঙ্গা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুইয়া। প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আলী ছিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসকাব সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহরাব হোসেন,গঙ্গা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, বি.ডি.এস অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবিদুল হক।
এতে বক্তব্য রাখেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফাইজুল ইসলাম আখন্দ, রাবেয়া মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নজরুল ইসলাম, সৈয়দাবাদ মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহ আরিফ মাহমুদ প্রমুখ।
বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষার্থী ঝরে পড়ার বিভিন্ন কারন যেমন, আর্থিক অস্বচ্ছলতা, বাল্যবিবাহসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং কসবায় শিক্ষাথর্ী ঝরে পড়া রোধে এগিয়ে আসায় বিডিএস অর্গানাইজেশনের উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে ৩০জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়েছে।এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.