নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর শাহমখদুম থানার বড়বনগ্রাম কুচপাড়া এলাকায় এক ব্যক্তির লিজ নেয়া জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি লিজ নেয়া জমি দখল করে সেখানে চাষ করা কলা বাগান ও বাঁশঝাড়ের বাঁশ কেটে ফেলেছে।
এব্যাপারে নগরীর শাহমখদুম থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর জেল নম্বার ৮২ বড়বনগ্রাম মৌজার কুচপাড়ার আব্দুল খালেক ওই জমি লিজ নিয়ে গত ৫৬ বছর যাবৎ চাষাবাদ করছেন। হঠাৎ করেই পাশের মহল্লা মাস্টারপাড়ার আমজাদ হোসেন, আজাদ আলী, সাদেরুল ইসলাম, বড়বনগ্রাম কুচপাড়ার ইনসার আলীসহ ৫০ থেকে ৬০জন ব্যক্তি বুধবার আব্দুল খালেকের ওই জমি দখল নেয়। তারা ওই জমিতে চাষ করা কলা গাছ কেটে ফেলে। এছাড়াও ওই জমিতে থাকা বাঁশ ঝাড়ের বাঁশ কেটে নেয়। তিনি প্রতিবাদ করলে তাকে নানাভাবে হুমকি দেয়া হয়।
এছাড়াও বৃস্পতিবারও দখলকারীরা সেখানে অবশিষ্ঠ জায়গা দখল করেছেন।
এব্যাপারে জমির লিজ গ্রহিতা আব্দুল খালেক জানান, ৯৯ বছরের জন্য এই জায়গা আমাদের সরকারের কাছ থেকে লিজ নেয়া আছে। কিন্তু বুধবার কিছু ব্যক্তি দলবল নিয়ে এসে আমার লিজ নেয়া জমি দখল করে নেয়।
এসময় আমিসহ পরিবারের লোকজন বাধা দিলে আমাদের নানাভাবে হুমকি ধামকি দেয়া হয়।
পরে রাতে আমি নগরীর শাহমখদুম থানায় অভিযোগ দায়ের করেছি।
এব্যাপারে দখলকারীদের একজন ইনসার আলীর সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইল রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমের সাথে কথা বলা হলে তিনি জানান, বুধবার রাতে এ ব্যাপারে একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.