জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস-এইচপিভি টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন হয়েছে চাঁপাইনবাগঞ্জে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ‘নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে’ এই ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। এসময় অতিথি হিসেবে ছিলেন সিভিল সার্জন ডা. এস.এম মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ ওরাঁও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন ও জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক (অ.দা.) আনোয়ারুর আজিম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলামসহ স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা, বিদ্যালয়টির শিক্ষকগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেশমা খাতুন।
২৪ অক্টোবর থেকে কিশোরীদের টিকা দেয়া শুরু, আগামী ২৪ নভেম্বর পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে। সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ জানান, জেলায় ১০ থেকে ১৪ বছর বয়সী ৮৯ হাজার ৬৯১ জন কিশোরীকে এইচপিভি টিকা দেবে স্বাস্থ্য বিভাগ। পঞ্চম থেকে নবম শ্রেনীর শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভূত কিশোরীদের বিনামূল্যে এ টিকা দেওয়া হবে।
তিনি আরও জানান,‘সরকারি ছুটির দিন ছাড়া মোট ১৮ দিনের এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৭ নভেম্বর পর্যন্ত টিকা নিতে পারবে। পরবর্তীতে ২৪ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে অস্থায়ী ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা পাবেন কিশোরীরা। এদিকে, স্থানীয় স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও শিক্ষা বিভাগের সহায়তায় জেলায় এই টিকাদান কর্মসূচি শতভাগ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।
উল্লেখ্য, সিভিল সার্জন কার্যালয় সুত্রমতে জেলায় এইচপিভি টিকাদান কর্মসূচীতে জেলা লক্ষ্যমাত্রা ৮৯ হাজার ৬৯১ জন। এর মধ্যে বুধবার দুপুর পর্যন্ত রেজিষ্ট্রেশন সম্পন্ন হয় ২১ হাজার ৪৯০ জন কিশোরী শিক্ষার্থীর।
এর মধ্যে ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত এবং শিক্ষা বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী ও প্রতিবন্ধীর সংখ্যা সদর উপজেলা-১৯৪০২, শিবগঞ্জে-৩১৮৭৯, গোমস্তাপুরে-১৩৮৩১, নাচোলে-৮৬৫১, ভোলাহটে-৫৮৪৯ এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১০০৭৯ জন। জেলায় ৭৩৮টি প্রাথমিক বিদ্যালয়, ২৮৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২৯২টি কেজি স্কুল, ৯০টি প্রাথমিক মাদ্রাসা এবং ১৫২টি মাধ্যমিক মাদ্রাসায় এই এইচপিভি টিকা দেয়া হবে।
টিকা কার্যদিবসে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.