বিটিসি স্পোর্টস ডেস্ক: বুন্দেসলিগায় নিজেদের সবশেষ দুই ম্যাচে জয়ের দেখা পায়নি বায়ার্ন মিউনিখ, সব প্রতিযোগীতা মিলিয়ে তিন ম্যাচ জয়হীন ছিলেন জামাল মুসিয়ালারা। তাই ভিনসেন্ট কোম্পানির দলের তাড়া ছিল জয়ে ফেরার।
এদিকে দলের সেরা স্ট্রাইকার হ্যারি কেইনও ছিলেন গোলখরায়। লিগে দুই ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের ম্যাচে জালের দেখা পাননি কেইন, এমনকি জাতীয় দলের হয়েও সবশেষ ম্যাচে গোল পাননি তিনি, ফলে ইংলিশ এই ফুটবলারের ছিল গোলে ফেরার তাড়া।
অবশেষে স্টুটগার্টের বিপক্ষে গতকালের ম্যাচ দিয়ে বায়ার্ন ফিরেছে জয়ে, আর দলকে জয়ের ফেরানোর ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিকে নিজের গোলখরাও কাটিয়েছেন কেইন। স্টুটগার্টের বিপক্ষে এই ম্যাচটিতে দুর্দান্ত খেলেছে কোম্পানির শিষ্যরা। তুমুল আক্রমণে ম্যাচটি জিতে নিয়েছে ৪-০ গোলের বড় ব্যবধানে।
স্টুটগার্টের বিপক্ষে ম্যাচটিতে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছেন কেইনরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরিয়েছে বায়ার্ন। তবে তুমুল আক্রমণ করেও গোল মিলছিল না বুন্দেসলিগার সফলতম ক্লাবটির, প্রথমার্ধে থাকতে হয় গোলশূন্য সমতায়ই।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলমুখে দারুণ এক সুযোগ পেয়েছিলেন কেইন। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারেননি কেইন। তবে এর কিছুক্ষণ পর ডেডলক ভেঙেছেন ইংলিশ এই স্ট্রাইকারই। ৫৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি।
দলকে লিড এনে দেয়ার তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এরপর ম্যাচের ৮০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। কেইন তিন গোল করার পর ম্যাচের শেষ দিকে বায়ার্নের হয়ে আরও এক গোল করেছেন কিংসলি কোমান। এতে ৪-০ গোলের দারুণ জয় পায় বায়ার্ন।
এবারের মৌসুমে লিগে এ নিয়ে দুইটি হ্যাটট্রিক করলেন কেইন, সব মিলিয়ে আসরে গোল করলেন আটটি। এদিকে দারুণ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.