‘সিটি-আর্সেনালের সঙ্গে পারা সম্ভব নয়’, বললেন চেলসি কোচ

বিটিসি স্পোর্টস ডেস্ক: উন্নতির পথে যাত্রা শুরু করেছে চেলসি। নতুন মৌসুমের শুরুটা তুলনামূলক হয়েছে তাদের। তবে এখনই সেরা ক্লাবগুলোর বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত নয় দল, এমনটাই মনে করছেন কোচ এন্টসো মারেসকা।
ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে ষষ্ঠ হওয়ায় এবার চ্যাম্পিয়ন্স লিগে নেই চেলসি। এর আগের মৌসুমের লিগে তাদের অবস্থান ছিল ১২তম।
টানা ব্যর্থতায় চাকরি হারান মাউরিসিও পচেত্তিনো। তার জায়গায় জুনে চেলসির দায়িত্ব নেন মারেসকা। নতুন কোচের তত্ত্বাবধানে ২০২৪-২৫ মৌসুমের লিগে প্রথম ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে তারা।
উয়েফা কনফারেন্স লিগেও হেঙ্কেকে ৪-২ গোলে হারিয়ে ভালো শুরু করেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। তাই বলে এখনই তৃপ্তির ঢেকুর তুলতে রাজি নন চেলসি কোচ।
প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে রোববারের ম্যাচের আগে আরও উন্নতির জন্য সময় চাইলেন মারেসকা।
“আমার মনে হয় না, আমরা সিটি ও আর্সেনালের সঙ্গে লড়াই করতে পারব। প্রায় ৯ বছর ধরে একই কোচ নিয়ে খেলছে সিটি, আর্সেনালও ৫ বছর।”
“আপনি যদি লড়াই করতে চান, সেই সময়টা প্রয়োজন। এটি বেশ বড় পার্থক্য। আমি মেনে নিয়েছি যে, আমরা লড়াই করতে পারব না। লক্ষ্যটা হলো উন্নতি করা এবং ধীরে ধীরে তাদের কাছে যাওয়া। এই মুহূর্তে আমরা এর জন্য প্রস্তুত নই।”
রাহিম স্টার্লিংকে ধারে আর্সেনালে পাঠানো, রোমেলু লুকাকুকে নাপোলিতে যেতে দেওয়া কিংবা সাবেক অধিনায়ক বেন চিলওয়েলকে ম্যাচের স্কোয়াড থেকে বাইরে রেখে বেশ কয়েকবার আলোচনায় আসে চেলসি।
তবে এখন আর সেসব নিয়ে ভাবতে রাজি নন চেলসি কোচ। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫ ম্যাচ জিতে সামনের দিকে তাকিয়ে তিনি।
“প্রথম দুই মাসে ক্লাবকে ঘিরে অনেক কিছু শোনা গেছে। তবে আশা করি, এখন যেমন আছি, সেটি চলমান রাখতে পারব।”
“গত বছর আমি এখানে ছিলাম না। তাই আমি এটুকু বলতে পারি যে, মনোযোগ ধরে রেখে নিয়ন্ত্রণ নিতে পছন্দ করি আমি। আর আমার নিয়ন্ত্রণে শুধু ফুটবলীয় দিকটাই আছে। ক্লাবকে ঘিরে যত আলোচনা, সেগুলো আমার নিয়ন্ত্রণে নেই। তাই এটি নিয়ে ভাবি না। আমার ভাবনায় শুধু সামনের ম্যাচের প্রস্তুতি।” #

Comments are closed, but trackbacks and pingbacks are open.