ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৭ ভারতীয় মহিষ আটক করল বিজিবি

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকা থেকে ১৭টি ভারতীয় মহিষ আটক করেছে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন। সোমবার (২৩ সেপ্টেম্বর) মহিষের চালানটি আটক করেন বিজিবির বিশেষ টহল দলের সদস্যরা।
সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সোমবার ভোররাতে জেলার বিজয়নগর উপজেলাধীন চান্দুরা নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে ১৭টি ভারতীয় মহিষ আটক করা হয়। পরে আটক ভারতীয় মহিষ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কাস্টমস্ অফিসে জমা রাখা হয়। পরে সন্ধ্যায় আখাউড়া কাস্টমস্ কর্মকর্তা কর্তৃক উল্লিখিত মহিষগুলো নিলামে বিক্রি করা হয়।
এতে আরও জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ মহিষসহ অন্যান্য গবাদি পশু যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বদ্ধপরিকর। আটক করা মহিষগুলোর বাজার মূল্য ৩৪ লাখ টাকা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.