জিয়াউর রহমান স্মৃতি ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত: মোরেলগঞ্জ মিজান খান একাডেমী চ্যাম্পিয়ন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট বারইখালী জামিরতলা যুব গোষ্ঠী আয়োজিত এইচ.এম জে. কে. এম তেতুলবাড়ীয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেল ৪টায়  ফাইনাল খেলায় মোরেলগঞ্জ মিজান খান ফুটবল একাডেমী ও তেতুলবাড়ীয়া মর্নিং ক্লাব অংশ গ্রহন করে। খেলাটি নির্ধারিত সময়ে ২-২ গোল সমতা থাকায় পরবর্তীতে ট্রাইব্রেকারে গড়ায়।

খেলায় মোরেলগঞ্জ মিজান খান ফুটবল একাডেমী ট্রাইব্রেকারে ৫-৪ গোলে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের সাইফুল্লাহ ম্যান অফ দি টুর্নামেন্ট,  মো. আব্দুল্লাহ ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়। খেলাটি পরিচালনা করেন রোকনুজ্জামান উজ্জল, নাজিম মাহমুদ জুয়েল ও মো. সোহেল ফরাজী।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল, বিশেষ অতিথি যুগ্ম আহবায়ক এফ এম শামীম আহসান, থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিলন, প্রধান শিক্ষক গৌতম কুমার বেপারী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব বি.এম রেজাউল করিম সোহাগ, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠু, শ্রমিক দল নেতা মজনু মোল্লা, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. শাহজাহান আলী খান, দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ প্রতিনিধি এম.পলাশ শরীফ, উপজেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম অনি, মেহেদী হাসান সজল।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এইচ.এম সাইফুল ইসলাম। খেলাটি দেখতে বিপুল দর্শকের সমাবেশ ঘটে। সভা পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুল জলিল ও  মো. আবুল হাসানাত রিপন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.