সাতক্ষীরার কুচপুকুরে ডাকাতির অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় প্রবাসীর পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত মুখ বেঁধে ডাকাতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমান একটার সময় সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকায় মাজেদ মোড়ল নামে এক প্রবাসীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রবাসী মাজেদ মোড়লের স্ত্রী সাবিনা খাতুন জানান, ২২ সেপ্টেম্বর দিবাগত রাত অনুমান একটার সময় কয়েকজন মুখোশধারী দৃবৃত্ত তার বাড়ির গেটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। তার হাত ও মুখ বেঁধে তাকে বেদম মারপিট করে। তাকে হত্যার হুমকি দিয়ে তার ঘরের আলমিরার চাবি নেয়।
এরপর তার ছেলে রাসেলের মুখে অস্ত্র ঠেকিয়ে হাত পা বেঁধে নগত টাকা স্বণের গহনা ও প্রবাসীর মুল্যবান জিনিসপত্র লুটতরাজ করে নিয়ে যায়।
ওই বাড়িতে প্রবাসীর স্ত্রী সাবিনা খাতুন ও তার ছেলে এবং ছেলের বউ থাকেন বলে প্রবাসীর স্ত্রী সাবিনা জানান।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিটিসি নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.