খুলনায় গরীবের ডাক্তার খ্যাত ডা. মাসুদুন নবীর ইন্তিকাল

খুলনা ব্যুরো: আলেম-উলামা ও গরীব মানুষের ফ্রি চিকিৎসক হিসেবে খ্যাতি অর্জনকারী ডা. সৈয়দ মাসুদুন নবী (৮৪) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শুক্রবার (২০ সেপ্টেম্বর)  দিবাগত রাত পৌণে একটার দিকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ইসলামী আন্দোলনের একজন নিবেদীত মানুষ ছিলেন।
তিনি নগরীর মিয়াপাড়া বিকে রোডে শনিবার যোহরবাদ পূর্ববানিয়াখামার বড় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন দারুল উলুম মাদরাসার সাবেক মুহতামীম প্রবীণ আলেমেদ্বীন হযরত মাওলানা রফিকুর রহমান।
জানাজায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান, খুলনা-২ আসনের সাবেক সদস্য সদস্য নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট এস এম শফিকুল আলম মনা, মহানগরী জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, বিএনপি নেতা বদরুল আনাম খান, জামায়াত নেতা এডভোকেট শাহ আলম, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাসুম রশিদ, খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শেখ ওলিউল্লাহ, দারুল উলুম মাদরাসার মুহতামীম হাফেজ মাওলানা মুসতাক আহমদ, মরহুমের সেঝো ভাই  সৈয়দ আলকাস আলী, নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুর রহমান, হাফেজ মাওলানা হাফিজুর রহমান, বিএনপি নেতা হাসান মেহেদী রিজভী, বিশিষ্ট ব্যাংকার মাকসুদুর রহমান মিলন, জামায়াত নেতা ডা. আখতারুজ্জামান সুমন, নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, প্রিন্সিপাল আবুল বাশার, মরহুমের ছেলে ইঞ্জিনিয়ার সৈয়দ এমরান ও ডা. সৈয়দ রেজওয়ান, হাফেজ মাওলানা সৈয়দ আলী হাবিব, ডা. সৈয়দ আলী হাফিজ, হাফেজ মমতাজুর রহমান, কামাল হোসেনসহ বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত মসুল্লী অংশ গ্রহণ করেন। জানাজা শেষে নিরালা কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে ডা. সৈয়দ মাসুদুন নবী’র ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিকালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য ও কেসিসি’র ওয়ার্ড কাউন্সিলর মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান,  ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি এস এম নূরুল্লাহ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.