ম্যানসিটিকে ইতিহাদে রুখে দিল ইন্টার

বিটিসি স্পোর্টস ডেস্ক: মাঠে আক্রমণ-পাল্টা আক্রমণ হলো সমান তালে। তবে শেষ বাঁশি বাজা পর্যন্ত কেউই গোল করতে পারেনি। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটি-ইন্টার মিলান ম্যাচ গোলশূন্য ড্র হলো।
বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে চার নম্বর জার্সি পরে খেলতে নামে পেপ গার্দিওলার শিষ্যরা। যেখানে ২২টি শট নিয়ে মাত্র পাঁচটি লক্ষ্যে রাখতে সিটি। অবশ্য সেগুলোও খুব যে ভয়ঙ্কর ছিল তা নয়। আর ইন্টারের ১৩ শটের চারটি ছিল লক্ষ্যে।
আসরটির ২০২২-২৩ মৌসুমে ফাইনালে ইন্টারকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল সিটি। এবারও ম্যাচপূর্ব হিসেব-নিকেশ কিংবা শক্তির বিচারে সিটিকেই অনেকে এগিয়ে রাখে, মাঠের লড়াইয়ে শুরুতে অবশ্য ইন্টারকে বেশ আত্মবিশ্বাসী দেখা যায়। প্রতিপক্ষের ভয়ঙ্কর আক্রমণভাগকে অকার্যকর রেখে প্রতি-আক্রমণে ভীতি ছড়ায় তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.