একদফা দাবীতে অনড় নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: এক দফা দাবীতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার (১৮সেপ্টেম্বর) বেলা ১১টায় এ মিছিল করেন তারা। মিছিলটি কলেজ চত্তর থেকে শুরু হয়ে মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ঘুওে পুনরায় কলেজ চত্তওে গিয়ে সমাবেশ করেন।
সমাবেশে দাবী উল্লেখ করে তারা বলেন শিক্ষক শিক্ষার্থীদের এ দফা দাবি –নাসিং ও মিডিওয়াইফারি অধিদপ্তরের পরিচালক,মহাপরিচালক, বাংলাদেশ নার্সিং, মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট,রেজিষ্টার পদ থেকে প্রশাসন ক্যাডারদেও অপসারন কওে এসব পদে উচ্চশিক্ষিত,দক্ষ ও অভিজ্ঞ নার্সদেও পদায়ন করা। পাশাপাশি প্রফেশনাল বিসিএস চালু ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াফারি কোর্সকে ডিগ্রি সমমান দেয়ার দাবিও জানান।
রাজশাহী নার্সিং সংস্কার পরিষদেও সমন্বয়ক ও রাজশাহী নার্সিং কলেজেওে শিক্ষক মনিরুল ইসলাম ও সমন্বয়ক জহিরুল ইসলামের নেতৃত্বে চারশতাধিক শিক্ষার্র্থী এ কর্মসচিতে অংশ নেন।
সমন্বযক জহিরুল ইসলাম বলেন দাবি আদায় না হওয়াপর্যন্ত আমাদেও কর্মসুচি অব্যাহত থাকবে।
নার্সিং কলেজের শিক্ষক মনিরুল ইমলাম বলেন নার্সিং পেশার স্বার্থে আমরা একজোট হয়ে মাঠে নেমেছি কাজেই দাবি আদায় হলেই কর্মসুচি প্রত্যাহার করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.