ক্রিকেট বিশ্বকাপে নারী-পুরুষ ‘বৈষম্য’ ঘোচানোর ঘোষণা আইসিসির

বিটিসি স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপে পুরুষ এবং নারীদের প্রাইজমানি নিয়ে অনেক কথা হয়েছে। নারী বিশ্বকাপে যে প্রাইজমানি থাকে, তার চেয়ে অনেক বেশি প্রাইজমানি পায় পুরুষ বিশ্বকাপের দলগুলো। এবার সে ‘বৈষম্য’ ঘোচানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
জানা গেছে, গত জুলাইয়ে আইসিসির বোর্ড সভায় নারী ক্রিকেট বিশ্বকাপে পুরুষদের সমপরিমাণ প্রাইজমানির প্রস্তাব উঠে। এবার সে প্রস্তাব কার্যকর হতে যাচ্ছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এবারের নারী বিশ্বকাপে ছেলেদের সমপরিমাণ প্রাইজমানি ঘোষণা করে আইসিসি। বাংলাদেশে আসরটি হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় সেটি সরিয়ে নেওয়া হয় আরব আমিরাতে। সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া দল গতবারের তুলনায় ১৩৪ শতাংশ বেশি প্রাইজমানি পেতে যাচ্ছে।
নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল এবার প্রাইজমানি পাবে প্রায় ২৩ লাখ ডলার। গত আসরে যেটির পরিমাণ ছিল সাকুল্যে ১০ লাখ ডলার। এবারের আসরে রানার্স-আপ দলের প্রাইজমানি হতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন দলের চেয়ে বেশি, প্রায় ১১ লাখ ডলার। গতবারের চেয়ে ৬ লাখ ডলার বেড়েছে রানার্স-আপের প্রাইজমানি।
এদিকে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। এছাড়া গ্রুপপর্বে জয়ী দলগুলোর প্রত্যেকে পাবে ৩১ হাজার ১৫৪ ডলার। আর সেমিফাইনালের আগে বিদায় নেওয়া ৬ দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে মোট ১৩ লাখ ডলার।
গ্রুপপর্বে তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো পাবে ২ লাখ ৭০ হাজার ডলার করে। আর পঞ্চম হিসেবে টুর্নামেন্ট শেষ করা দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার।
প্রসঙ্গত, আগামী ৩ অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ। শারজায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.