নীতিনির্ধারক ও অর্থায়নকারী প্রতিষ্টান গুলিকে ক্ষতিকারক শিল্প থেকে সরে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক: নীতিনির্ধারক ও অর্থায়নকারী প্রতিষ্টান গুলিকে ক্ষতিকারক শিল্প থেকে সরে আসতে হবে। জীবাশ্ম জ¦ালানী মুক্ত জলবায়ু অর্থায়ন ও ভবিষ্যতের নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত কল্পে গ্লোবাল উইক অব আ্যাকশন উদযাপনের অংশ হিসেবে পরিবর্তন, ক্লিন ও বিডাক্লুজিইডির যৌথ উদ্যোগে রাজশাহী অলকার সিনেমা হলের মোড়ে প্রতিবাদ সমাবেশ ও পদযাত্রার আয়োজন করে।
গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সমাবেশে জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগের সম্ভাব্য ক্ষতিকারক দিক তুলে ধরা হয়। এটি পরিবেশ ও জনমানুষকে অব্যাহতভাবে হুমকির মুখে ফেলে দিচ্ছে। বিক্ষোবকারীরা এলএনজ্বিও মত পরিবেশ বিনাশকারী ভুয়া প্রযুক্তি গুলির অবসানের দাবী জানান।
সমাবেশে বক্তব্য দেন পরিবর্তন পরিচালক রাশেদ রিপন, অগ্নি প্রক্লপের সমন্বয়কারী হাসিবুল হাসান, পঙ্কজ কর্মকার ও সোমা হাসান।
বক্তরা বলেন জ্বালানীতে বিনিয়োগ সম্পর্কিত যে মিথ্যা গল্পগুলো আমাদেও চারপাশে ছড়িয়ে আছে সেগুলো আমাদেও বদলাতে হবে ও প্রকৃতপক্ষেই যেন টেকসই ভবিষ্যত নিনিমার্ণ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদেও সম্মিলিত কণ্ঠস্বরই কেবল এসবের নীতিনির্ধারক ও অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলিকে ক্ষতিকারক শিল্প থেকে সরে আসায় বাধ্য করতে সক্ষম হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.