প্রেসক্লাব জলঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন

নীলফামারী প্রতিনিধি: প্রেসক্লাব জলঢাকার কমিটি পূর্ণগঠন উপলক্ষে উপদেষ্টাদের সমন্বয়ে সদস্যসহ সূধী সমাজ ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব জলঢাকার সার্বিক আয়োজনে ১৫ই সেপ্টেম্বর রবিবার বিকালে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সেমিনার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত প্রেসক্লাব জলঢাকার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কামারুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম মজুমদার, জামায়াতে ইসলামী বাংলাদেশ নীলফামারী জেলা শাখার প্রচার সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ জলঢাকা উপজেলা শাখার আমীর মোখলেছুর রহমান, জলঢাকা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক সেলিমুর রহমান সেলিম, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি তাজমুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জলঢাকা সমন্বয়ক নাহিদ ইসলাম সহ অন্যন্যা সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় বক্তৃতা দলবাজি সাংবাদিকতা পরিহার করে প্রকৃত গণমাধ্যমের ভূমিকা পালনান্তে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, এলাকার অবহেলিত জনগোষ্ঠীর বাস্তব প্রতিচ্ছবি ও চিত্র তুলে ধরে সমাজ ব্যবস্থাসহ আধুনিক প্রযুক্তির উন্নয়নে একটি গ্রহনযোগ্য মুলক স্মার্ট বাংলাদেশ গঠনে মোক্ষম ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।
দীর্ঘ প্রতীক্ষিত সময়ের পর প্রেসক্লাব জলঢাকায় ৪ জন উপদেষ্টার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ঘটেছে।
প্রেসক্লাব জলঢাকার প্রধান উপদেষ্টা হিসাবে গুরুদায়িত্ব গ্রহন করেছেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আমার দেশ পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক অধ্যাপক সেলিমুর রহমান সেলিম, (দুই) প্রভাষক ছাদের হোসেন, (তিন) প্রভাষক মুজাহিদ মাসুম, (চার) বিশিষ্ট সমাজ সেবক হামিমুর হরমান হামীম, (পাঁচ) হাবিবুর রহমান হালু।
অন্যদিকে জলঢাকা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটিতে শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জামায়াতে ইসলামী বাংলাদেশ জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমীর জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ সাংবাদিক মোহাম্মদ কামারুজ্জামান’কে সভাপতি ও নিউ নেশন পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহ্ জাহান কবির লেলিন’কে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
পক্ষান্তরে কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি যায়যায়দিন প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান লেবু, সহ-সভাপতি প্রতিদিনের বার্তা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহাদী হাসান মানিক, সহ-সভাপতি সমকাল প্রতিনিধি সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু, সহ-সাধারন সম্পাদক খোলা কাগজ প্রতিনিধি সাংবাদিক আবেদ আলী, সহ-সাধারন সম্পাদক যুগের আলো প্রতিনিধি সাংবাদিক মাইদুল হাসান, কোষাধ্যক্ষ মানবজমিন প্রতিনিধি সাংবাদিক ছানোয়ার হোসেন বাদশা, দপ্তর সম্পাদক বাংলাদেশ বেতার প্রতিনিধি সাংবাদিক মর্তূজা ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক তাইজুল ইসলাম তাজু, আইন মানবাধিকার ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সংগ্রাম প্রতিনিধি এ্যাডভোকেট রবিউল ইসলাম, ক্রিড়া সাহিত্য সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক বাংলাদেশ টুডে প্রতিনিধি সাংবাদিক হাফিজুর ইসলাম, কার্যকারি সদস্য (এক) ইনকিলাব প্রতিনিধি সাংবাদিক শরিফুল ইসলাম প্রিন্স (দুই) নং কার্যকারি অনুপস্থিত, (তিন) আজকের প্রতিভা প্রতিনিধি সাংবাদিক হাসানুর কাবীর মেহেদী, সাধারণ সদস্য ১. অনুপস্থিত () – ২. দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান স্ট্যালিন, ৩. হাসানুজ্জামান সিদ্দীকি, ৪. রমজান আলী, ৫. মোনাব্বুরুল হক মনা, ৬. ফরহাদ হোসেন, ৭. এরশাদ আলী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.