ভারতে পাচারের সময় কুমিল্লায় ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি

 

কুমিল্লা ব্যুরো: কুমিল্লায় ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর ব্রিজ এলাকা থেকে ইলিশগুলো জব্দ করা হয়। ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.