বাগমারায় বিদেশি পিস্তল ও একটি মোটরসাইকেল-সহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল ও একটি মোটরসাইকেল-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজশাহীর বাগমারা থানাধীন তেলিপুকুর গাংগোপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি: মো: লিয়াকতুল আলম ওরফে লিটন রানা (২৯), সে বাগমারা থানার ভবানীগঞ্জ গ্রামের ডিএম ফজলুর রহমানের ছেলে।
বুধাবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, মঙ্গলবার রাত পৌনে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানা পুলিশ জানতে পারে, বাগমারা থানাধীন মাড়িয়া ইউপির ১নম্বর ওয়ার্ডের গাংগোপাড়া বাজারে এক যুবক অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিত্বে বাগমারা থানার এসআই মো. আবু জাহেদ শেখ ও সঙ্গীয় ফোর্স- বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে গোজা অবস্থায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ব্যপারে তার বিরুদ্ধে বাগমারা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.